ঐতিহ্য বাহি দিনাজপুর চেহেলাগাজী মাজার শরীফ দিনাজপুর সদর উপজেলাধীন ১নং চেহেলগাজী ইউনিযনের ০৪নং ওয়ার্ডের বড়ইল মৌজায় চেহেলগাজী মাজার শরীফ অবস্থিত।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ কি: মি: উত্তরে অটোরিক্সা যোগে ২০ টাকা ভাড়া নিয়ে ঐতিহ্য চেহেলগাজী মাজারে পরিদর্শন করা যাবে অথবা দিনাজপুর বাস টার্মিনাল থেকে ১০ টাকা বাড়া দিয়ে চেহেলগাজী মাজারে পরিদর্শন করা যাবে।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ কি: মি: উত্তরে অটোরিক্সা যোগে ২০ টাকা ভাড়া নিয়ে ঐতিহ্য চেহেলগাজী মাজারে পরিদর্শন করা যাবে অথবা দিনাজপুর বাস টার্মিনাল থেকে ১০ টাকা বাড়া দিয়ে চেহেলগাজী মাজারে পরিদর্শন করা যাবে।
চেহেলগাজী মাজার ও মসজিদঃ
দিনাজপুর এর প্রতণ-তাত্বিক সম্পদগুলির অন্যতম হচ্ছে চেহেলগাজী মাজার শরিফ। দিনাজপুর শহর থেকে প্রায় ৫ কিঃ মিঃ উত্তরে অবসিহত মাজারটি ৩৬ হাত দঘ্য, ৮ ফুট চওড়া ও উচ্চতায় ৪ফুট। প্রকৃত পক্ষে চেহেলগাজী কোন বিশেষ ব্যওিুর নাম নয়। চেহেল শব্দের অর্থ চল্লিশ। অনুমান করা হয় যে, মুসলিম অধিকারের প্রাথমিক যুগে চল্লিশ জন অশ্বারোহী সমন্বয়ে গঠিত একটি গাজী বা মুজাহিদ দল বেদব্রাক্ষণ অধ্যুষিত বরেন্দ্র ভুমির এই প্রত্যমত অংশে মহান ইসলামের একত্ববাদ ও উন্নত সভ্যতার বাণী প্রচার করতে এসে সহানীয় অত্যাচারী নৃপতি গোপাল রাজার দ্বারা বাধাপ্রাপ্ত হন এবং পরিশেষে সম্মুখ যুদ্ধে শহীদ হন। এই রণভুমিতেই তাদের সকলের এক সঙ্গে সমাধি রচিত হয়। এই কবরখানা দিনাজপুরের অন্যতম পবিত্র সহান হিসাবে বহু দর্শক দেখতে আসেন।
ঐতিহাসিক চেহেলগাজী মাজার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস